Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বাগেরহাট সদর উপজেলাধিন বাংলা ১৪২৪ সনের বিভিন্ন হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
বাগেরহাট সদর, বাগেরহাট ।
sadar.bagerhat.gov.bd

 

স্মারক নং -  ০৫.৪৪.০১০৮.০০০.০৬.০১২.১৭-                                                                                      তারিখঃ০৫-০২-২০১৭খ্রিঃ।        

হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তিঃ


         এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাগেরহাট সদর উপজেলাধীন নিমোক্ত হাট-বাজার সমূহ বাংলা ১৪২৪সালের (০১ বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত) এক বছরের জন্য ইজারা প্রদানের লক্ষ্যে সীল মোহরকৃত দরপত্র আহবান করা যাচ্ছে । হাট-বাজার ইজারা সংক্রান্ত দরপত্রের সিডিউল নিমোক্ত  সময় সূচি মোতাবেক অফিস চলাকালীন সময়ে নিম্ন-স্বাক্ষরকারী/সহকারী কমিশনার(ভূমি), বাগেরহাট সদর/সোনালী ব্যাংক (রেল রোড), বাগেরহাট শাখা/বাগেরহাট সদর মডেল থানা/জেলা প্রশাসক, বাগেরহাটএরকার্যালয়হতেনির্ধারিত   মূল্যে(অফেরতযোগ্য)সংগ্রহকরাযাবে।
          দরপ্রত্র দাতা কর্তৃক দেয় ইজারা মুল্যের ৩০% টাকা জামানত হিসেবে উপজেলা নির্বাহী অফিসার,বাগেরহাট সদরের অনূকুলে যে কোন তফশীলি ব্যাংক হতে  ব্যাংক ড্রাফট/পে- অর্ডার এর মাধ্যমে জমা দিয়ে  ব্যাংক ড্রাফট/পে- অর্ডার দরপত্রের সাথে দাখিল করতে হবে।অন্যথায় দরপত্র সরাসরিবাতিলবলেগণ্যহবে।
        দরপত্র নিমোক্ত  সময়সূচি মোতাবেক নিম্নস্বাক্ষরকারী/সহকারী কমিশনার(ভূমি), বাগেরহাট সদর/জেলা প্রশাসক, বাগেহরাট/ পুলিশ সুপার, বাগেরহাট এর কার্যালয়ে রক্ষিত দরপত্র বাক্সে দাখিল করতে হবে এবং  উল্লেখিত  অফিস সমূহ হতে দরপত্র সংগ্রহপূর্বক নিমোক্ত  সময়সূচি মোতাবেক  দরপত্র দাতাদের সামনে (যদি কেহ উপস্থিত থাকেন) দরপত্র বাক্স খোলা হবে। দরপত্রের অন্যান্য শর্তাবলী দরপত্রের দলিল হিসেবে গন্য হবে।

 

ক্রমিক নং

হাট-বাজারের নাম

ইউনিয়ন

সরকারি মূল্য

সিডিউল মূল্য

০১

কাড়াপাড়া বাজার

কাড়াপাড়া

৫,৫২০/-

৫০০/-

০২

মগরা বাজার

 ঐ

১,৩৩,৯৭৫/-

১,০০০/-

০৩

মাদ্রাসা হাট

বেমরতা

৪৩,০৬০/-

৫০০/-

০৪

দেপাড়া বাজার

গোটাপাড়া

২১,১৯,৩৫০/-

৫,০০০/-

০৫

বাবুরহাট

১,০৯,০০০/-

১,০০০/-

০৬

হদেরহাট

বিষ্ণুপুর

৮১,১৫০/-

৫০০/-

০৭

বাদোখালী

 ঐ

২৫,৪৫০/-

৫০০/-

০৮

বাখেরগঞ্জ বাজার

৯,০০,২০০/-

২,৬০০/-

০৯

কার্ত্তিকিদয়া বাজার

বারুইপাড়া

৮,১০০/-

৫০০/-

১০

বারুইপাড়া হাট

 ঐ

৮০,৯০০/-

৫০০/-

১১

উজলপুরহাট

৪,৯৭০/-

৫০০/-

১২

কাটাখালী হাট

৩,৭৪০/-

৫০০/-

১৩

যাত্রাপুর বাজার

যাত্রাপুর

১৮,৩৫,৩৬০/-

৪,৪০০/-

১৪

উৎকুল হাট

৬,১৮০/-

৫০০/-

১৫

বারাকপুর হাট

ষাটগুম্বজ

২,৮৬,৬০০/-

১,২০০/-

১৬

রাখালগাছী হাট

রাখালগাছি

২৪,১৮০/-

৫০০/-

১৭

সি এন্ড বি বাজার

১২,৭৬,৭৭০/-

৩,২০০/-

১৮

চুলকাটি বাজার

খানপুর

৮,১৩,১২০/-

২,৪০০/-

১৯

পোলের হাট

৫,১০,০৭০/-

১,৮০০/-

২০

কালিবাড়ী হাট

৮৫০/-

৫০০/-

২১

কাশিমপুর বাজার

ডেমা

৪৫,১০০/-

৫০০/-

২২

ডেমা মাদ্রাসা হাট

২,০৫০/-

৫০০

শর্তাবলীঃ-

১।  গৃহীতব্য দরপত্রের সাথে জমাকৃত ৩০% টাকা হতে ২৫% টাকা ইজারা মূল্যের সাথে সমন্বয় করা হবে এবং ৫% টাকা জামানত হিসেবে সংরক্ষিত থাকবে যা ইজারার শর্ত ও   
      চুক্তি মোতাবেক বৎসর সমাপনান্তে  প্রত্যর্পণ করা হবে।
২।   প্রাপ্ত দরপত্রের সর্বোচ্চ দর কর্তৃপক্ষ উপযুক্ত মনে করলে গ্রহণ করবেন।
৩।   যার দরপত্র অনুমোদিত হবে তাকে লিখিতভাবে জানানো হবে। দরপত্র দাতা অবহিত হবার ৭ (সাত) কার্যদিবসের মধ্যে অবশিষ্ট ৭৫% টাকা পরিশোধ করতে হবে। অন্যথায়
      তার দরপত্র বাতিলসহ জামানত বাজেয়াপ্ত করা  হবে ।
৪।   অনুমোদন প্রাপ্ত দরপত্র দাতাকে অবহিত হবার ৭ (সাত) কার্যদিবসের মধ্যে দরপত্রে উলেস্নখিত ইজারা মূল্যের ৫% টাকা আয়কর এবং ১৫% টাকা মূল্য সংযোজন ৪।  কর
     (ভ্যাট) হিসেবে নির্ধারিত কোডে ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের কপি অত্রাফিসে দাখিল করতে হবে।
৫।  ইজারাদারকে উপরোক্ত সমুদয় টাকা (ভ্যাট,আয়করসহ) পরিশোধের ০৩(তিন) কার্যদিবসের মধ্যে ২৫০/- টাকার নন জুডিশিয়াল স্টাম্পে নির্ধারিত ফরমে ইজারা চুক্তি পত্র
      সম্পাদন করে হাট-বাজারের দখল বুঝে নিতে হবে।
৬।   খামের উপর দরপত্র দাতার নাম, ঠিকানা ও হাট- বাজারের নাম স্পষ্টভাবে উল্লেখকরতে হবে।
৭।  সরকার অনুমোদিত রেইট অনুযায়ী টোল আদায় করতে হবে। টোল আদায়ের রেইট তালিকা আকারে হাট-বাজারের দৃশ্যমান স্থানে সর্বসাধারণের জ্ঞাতার্থে ইজারাদার কর্তৃক
    নিজ খরচায় টাংগিয়ে রাখতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে টোল আদায়ের রেইট কোন প্রকার পরিবর্তন/পরিবর্ধন করা যাবে না।
৮।  ইজারাদার কর্তৃক নিয়মিত ভাবে হাট-বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
৯।  ইজারাদার কোন ক্রমেই ইজারাপ্রাপ্ত হাট-বাজার সাব-লীজ দিতে পারবেন না।
১০।হাট-বাজারের সীমানা বহাল রাখতে হবে। কোন অবৈধ ঘর নির্মাণ করা যাবে না। টোল আদায় ব্যতীত হাট-বাজারের কোন জায়গা অন্য কাজে ব্যবহার করা যাবে না।
১১।উদ্ধৃত দরের টাকার পরিমান অংক ও কথায় পরিস্কারভাবে উল্লেখ করতে হবে এবং কোন প্রকার কাটাকাটি বা ঘসামাজা বা লেখার উপর লেখা বা স্বাক্ষরবিহীন দরপত্র
     গ্রহণযোগ্য নহে।

                                                                                             =২=
১২। দুই বা ততোধিক দরপত্র দাতার দর সর্ব্বোচ্চ বা একই হলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
১৩। চুক্তিপত্রের যে কোন শর্ত লংঘন করা হলে ইজারা বাতিলকরা যাইবে।
১৪। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
১৫। উপরোক্ত শর্তসমুহ পরিবর্তন, পরিবর্ধন কিংবা কোন দরপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ইজারা প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে।
                                                        দরপত্র ক্রয়ের দাখিলের দরপত্র খোলার তারিখ ও সময়

     

পর্বসমূহ

দরপত্র ক্রয়ের শেষ তারিখ ও সময়

দরপত্র দাখিলের তারিখ ও সময়

দরপত্র খোলার তারিখ ও সময়

১র্ম

০৭-০২-১৭খ্রিঃ হতে ২৬-০২-১৭খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত

২৮-০২-১৭খ্রিঃ তারিখ বেলা ১.০০ টা পর্যন্ত

২৮-০২-১৭খ্রিঃ তারিখ বিকাল ৩.৩০ টা

২য়

১২-০৩-১৭খ্রিঃ হতে ২৮-০৩-১৭খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত

৩০-০৩-১৭খ্রিঃ তারিখ বেলা ১.০০ টা পর্যন্ত

৩০-০৩-১৭খ্রিঃ তারিখ বিকাল ৩.৩০ টা

৩য়

০২-০৪-১৭খ্রিঃ হতে ১০-০৪-১৭খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত

১১-০৪-১৭খ্রিঃ তারিখ বেলা ১.০০ টা পর্যন্ত

১১-০৪-১৭খ্রিঃ তারিখ বিকাল ৩.৩০ টা

           

                               

                কোন পর্যায়ে দরপত্র  অনুমোদন হলে পরবর্তী পর্যায়গুলিতে ঐ সমস্ত হাটের দরপত্র সিডিউল বিক্রি করা হবে না।

 

 

                              (শরীফ নজরুল ইসলাম)
                              উপজেলা নির্বাহী অফিসার
                               বাগেরহাট সদর, বাগেরহাট।
                              ফোনঃ ০৪৬৮-৬২৪৭২।

 

 

Publish Date
23/08/1900
Archieve Date
30/12/1900